১. স্বামীর প্রতি অকৃতজ্ঞতা
📜 হাদীস (আরবি):
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ:
“أُرِيتُ النَّارَ فَإِذَا أَكْثَرُ أَهْلِهَا النِّسَاءُ يَكْفُرْنَ.”
قِيلَ: أَيَكْفُرْنَ بِاللَّهِ؟ قَالَ: “يَكْفُرْنَ العَشِيرَ وَيَكْفُرْنَ الإِحْسَانَ.”
📚 (সহীহ বুখারি: 29, মুসলিম: 907)
📖 বাংলা অনুবাদ:
“আমি জাহান্নামে দেখলাম, তার অধিকাংশই নারী। তারা স্বামীদের প্রতি অকৃতজ্ঞ হয় এবং উপকার অস্বীকার করে।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
চার ইমামের মতে, স্বামীর প্রতি অকৃতজ্ঞতা বড় গুনাহ, তওবা ছাড়া মৃত্যু হলে শাস্তি নিশ্চিত।
২. যাকাত না দেওয়া
📜 কুরআন (আরবি):
وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُم بِعَذَابٍ أَلِيمٍ
📚 (সূরা আত-তাওবা: 34)
📖 বাংলা অনুবাদ:
“যারা সোনা ও রূপা জমা রাখে এবং আল্লাহর পথে ব্যয় করে না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
চার মাজহাবের মতে, নারীর অলঙ্কার যদি নিসাব পরিমাণ হয় তবে যাকাত ওয়াজিব।
৩. পর্দাহীনতা
📜 হাদীস (আরবি):
نِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ… لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا
📚 (সহীহ মুসলিম: 2128)
📖 বাংলা অনুবাদ:
“যে নারীরা কাপড় পরেও উলঙ্গ, অন্যদের আকৃষ্ট করে ও নিজেরাও বিপথগামী — তারা জান্নাতে প্রবেশ করবে না, এমনকি তার গন্ধও পাবে না।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
সব ইমামের মতে, অপ্রয়োজনীয় সৌন্দর্য প্রদর্শন হারাম।
৪. নামাজ ত্যাগ
📜 হাদীস:
الْعَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلَاةُ فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ
📚 (সহীহ মুসলিম: 82)
📖 বাংলা অনুবাদ:
“আমাদের সাথে তাদের পার্থক্যের অঙ্গীকার হলো নামাজ। যে নামাজ ত্যাগ করে, সে কুফরি করে।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
হানাফি মতে, ইচ্ছাকৃত ত্যাগে ফাসেক; হাম্বলি মতে, কুফরি।
৫. গীবত
📜 কুরআন:
وَلَا يَغْتَب بَّعْضُكُم بَعْضًا أَيُحِبُّ أَحَدُكُمْ أَن يَأْكُلَ لَحْمَ أَخِيهِ مَيْتًا
📚 (সূরা হুজুরাত: 12)
📖 বাংলা অনুবাদ:
“তোমরা একে অপরের গীবত করো না। কেউ কি মৃত ভাইয়ের মাংস খেতে চাইবে?”
৬. স্বামীকে অবাধ্যতা
📜 হাদীস (আরবি):
إِذَا بَاتَتِ الْمَرْأَةُ هَاجِرَةً فِرَاشَ زَوْجِهَا، لَعَنَتْهَا الْمَلَائِكَةُ حَتَّى تُصْبِحَ
📚 (সহীহ বুখারি: 5193, মুসলিম: 1436)
📖 বাংলা অনুবাদ:
“যে নারী স্বামীকে রাগান্বিত অবস্থায় রাত কাটায়, ফেরেশতারা সকাল পর্যন্ত তাকে অভিশাপ দেয়।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
চার মাজহাবের মতে, বৈধ বিষয়ে স্বামীর নির্দেশ অমান্য করা বড় গুনাহ।
৭. জাদু ও তাবিজে বিশ্বাস
📜 কুরআন (আরবি):
وَمَا كَفَرَ سُلَيْمَانُ وَلَٰكِنَّ الشَّيَاطِينَ كَفَرُوا يُعَلِّمُونَ النَّاسَ السِّحْرَ
📚 (সূরা البقرة: 102)
📖 বাংলা অনুবাদ:
“সুলায়মান কুফরি করেননি; বরং শয়তানরা মানুষকে জাদু শিখিয়ে কুফরি করেছে।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
সব ইমামের মতে, জাদু শেখা বা বিশ্বাস করা হারাম এবং কুফরি পর্যায়ে যেতে পারে।
৮. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন
📜 হাদীস (আরবি):
لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعُ رَحِمٍ
📚 (সহীহ বুখারি: 5984, মুসলিম: 2556)
📖 বাংলা অনুবাদ:
“যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, সে জান্নাতে প্রবেশ করবে না।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
চার মাজহাবের মতে, রক্তের সম্পর্ক নষ্ট করা কবীরা গুনাহ।
৯. অপচয় ও বিলাসিতা
📜 কুরআন (আরবি):
إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ
📚 (সূরা الإسراء: 27)
📖 বাংলা অনুবাদ:
“নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
চার মাজহাবের মতে, বিলাসিতার জন্য অতিরিক্ত খরচও অপচয়।
১০. হারাম গান-বাজনায় অংশগ্রহণ
📜 হাদীস (আরবি):
لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ وَالخَمْرَ وَالمَعَازِفَ
📚 (সহীহ বুখারি: 5590)
📖 বাংলা অনুবাদ:
“আমার উম্মতের একদল লোক জিনা, রেশম, মদ ও বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
ইমাম আহমদ ও শাফিঈ বলেন, হারাম বাদ্যযন্ত্র কবীরা গুনাহ।
১১. সন্তানদের ইসলামীভাবে লালন-পালন না করা
📜 হাদীস (আরবি):
وَالْمَرْأَةُ رَاعِيَةٌ فِي بَيْتِ زَوْجِهَا وَمَسْؤُولَةٌ عَنْ رَعِيَّتِهَا
📚 (সহীহ বুখারি: 893, মুসলিম: 1829)
📖 বাংলা অনুবাদ:
“নারী তার স্বামীর গৃহের দায়িত্বশীল এবং তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
চার মাজহাবের মতে, সন্তানকে ইসলামি শিক্ষা না দেওয়া গুনাহ।
১২. হিংসা ও বিদ্বেষ
📜 হাদীস (আরবি):
وَلَا تَحَاسَدُوا وَلَا تَبَاغَضُوا
📚 (সহীহ মুসলিম: 2560)
📖 বাংলা অনুবাদ:
“তোমরা একে অপরের প্রতি হিংসা করো না, বিদ্বেষ পোষণ করো না।”
⚖ ফিকহি ব্যাখ্যা:
হানাফি ও মালিকি মতে, হিংসা হৃদয়ের রোগ যা জাহান্নামের কারণ হতে পারে।
প্রিয় বোনেরা, এই ১২টি গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জান্নাতের পথে রাখবে। আল্লাহ আমাদের সবাইকে গুনাহ থেকে বাঁচার তাওফীক দিন, আমীন।